৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার | রাত ১:৪৭ মিনিট
ঋতু : গ্রীষ্মকাল | ২০শে মে, ২০২৪ ইং

! সুখবর ! সুখবর !
!!!!! আমাদের ওয়েব সাইটে আপনাদেরকে স্বাগতম। চলছে পরিক্ষামূলক প্রচার আপনাদের সুচিন্তিত মতামত কামনা করছি। ধন্যবাদ !!!!!
এই মাত্র পাওয়া খবর :
নারায়নগঞ্জে বন্দর উপজেলা নির্বাচনে ১১ প্রার্থীই বৈধ ভুল চিকিৎসায় নারায়ণগঞ্জে গৃহবধূর মৃত্যু, হসপিটাল ভাঙচুর বুকে ব্যাথা নিয়ে হাসাপাতালে ভর্তি শামীম ওসমান রোজাদারদের পুরষ্কার হাশরের ময়দানে আল্লাহ পাক নিজ হাতে দান করবেন- আলহাজ্ব মোহাম্মদ সোহাগ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না- আলহাজ্ব মোহাম্মদ সোহাগ আল্লাহ পাকের দানের কোন সীমা-পরিসীমা নেই- আলহাজ্ব মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে অস্ত্র তৈরি কারখানা: আটক-১ ফতুল্লায় ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার শাবান মাস হচ্ছে রমজানের পূর্ব প্রস্ততির মাস- আলহাজ্ব মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জের চাষাড়ায় প্রকাশ্যে য্বুককে কুপিয়ে হত্যা নবী করীম (সাঃ)কে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি- আলহাজ্ব মোহাম্মদ সোহাগ দমে দমে আল্লাহর নাম জপুন, তবেই ইহকাল ও পরকালে মুক্তি মিলিবে- আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মীম শরৎ ফ্লাওয়ার ফর্টিফাইড রাইস কার্নেল এন্ড মিক্সিং মিলস উদ্বোধনী অনূষ্ঠানে আলহাজ¦ মোহাম্মদ সোহাগ মীম শরৎ গ্রুপের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ২ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে অলি-আউলিয়াগণ ক্ষমতাবান- আলহাজ্ব মোহাম্মদ সোহাগ ফতুল্লায় পিকআপ ভ্যানে দুর্বৃত্তদের আগুন সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাস থেকে টাইম বোমা উদ্ধার ট্রেনে আগুন : ফতুল্লায় অভিযান-৩ জন গ্রেপ্তার মাওলানাগন এখন একে অপরকে নিয়ে সমালোচনায় লিপ্ত -আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সিদ্ধিরগঞ্জে হাসপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ নির্বাচন বর্জনের দাবিতে ফতুল্লায় বিএনপির লিফলেট বিতরণ
হিটলারেরও পতন হয়েছে # এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার

হিটলারেরও পতন হয়েছে # এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার

হিটলারেরও পতন হয়েছে #
এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার

বিস্মিল্লাহির রাহ্মানির রাহিম। ৩০শে ডিসেম্বর ২০১৮ ইং সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জয় জয়কার সুক্ষ্যাতি ও বুদ্দিজীবিদের চলনে বলনে যতই মুখ রোচক হচ্ছে, ততই তদন্তকারী বা গবেষনামূলক প্রতিষ্ঠানগুলির তথ্য বাহুল প্রতিবেদন জাতীয় পত্রিকায় ও আন্তর্জাতিক মিডিয়াতে প্রতিনিয়তই প্রকাশ পাচ্ছে।

১৬/০১/২০১৯ ইং জাতীয় পত্রিকান্তরে প্রকাশ যে, “যুক্তরাষ্ট্রের খ্যাতনামা উইলসন সেন্টারের সিনিয়র স্কলার ও রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম বলেছেন, সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসের নিকৃষ্ট নির্বাচন হলো বাংলাদেশের ৩০ ডিসেম্বরের নির্বাচন। আসল কথা হলো ক্ষমতাসীন গোষ্ঠী নির্বাচনের ফলাফল চুরি করেছে, আর যারা নিজেদের সরকার বলে দাবি করছে তারা অবৈধ। বাংলাদেশে সদ্যসমাপ্ত নির্বাচন, ভঙ্গুর গণতন্ত্র, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ক্রমবর্ধমান স্বৈরাচারিতাসহ বিভিন্ন ইস্যু নিয়ে দ্য ফ্রাইডে টাইমসের চলতি সংখ্যায় লেখা এক বিশেষ নিবন্ধে এই অভিমত ব্যক্ত করেছেন মাইলাম। নির্বাচনে সেনাবাহিনী নিরপেক্ষ এবং কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে বলে নিবন্ধে কড়া সমালোচনা করে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইলাম বলেন, তাতে বিশ্বশান্তিরক্ষা মিশনে বাহিনীর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং প্রশ্ন তৈরি হবে। মাইলাম বলেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক কাঠামোর মাধ্যমে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় বলে ২০১১ সাল থেকেই বিদেশী পর্যবেক্ষকেরা ধারণা পোষণ করে আসছিলেন। সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগও প্রকৃতপক্ষে তা প্রমাণসহ দেখিয়ে দিলো। বিরোধীদলগুলোর ওপর যতরকমের সন্ত্রাস চালানো যায় তার সব প্রয়োগ করেই ৩০ ডিসেম্বরের ভোট হয়েছে। ভোট চুরির সব নোংরা কৌশল প্রয়োগ করে শেখ হাসিনা এবং তার দল ৯৭ দশমিক ৬৬ শতাংশ ফলাফল নিজের দলের জন্য ভাগিয়ে নিয়েছেন। জাতীয় নির্বাচনের ভোটের চিত্র তুলে ধরে মাইলাম বলেন, বিরোধী দলের প্রার্থীরা যেন তাদের আসনগুলোতে কোনো রকমের প্রচার-প্রচারণা না চালায়, বাইরে না যায়, সে জন্য হুমকি আর ভয় দেখানো হয়েছিল। মিথ্যা মামলায় অনেককে আটক করা হয়। অনেকের নামে আগেই আদালতে প্রহসনের মামলা দায়ের করা ছিল। কিছুসংখ্যক মানুষকে গুম করা হয়। নির্বাচনে বিরোধী দলের প্রাণশক্তি পোলিং এজেন্টদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়া হয়েছে। আর এ ভয়েই অনেকে ভোটকেন্দ্রে যাওয়ার সাহস করেননি। ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেয়া হয়েছে ভোটারদেরও। গ্রামে মহিলা ভোটারদের ভোট না দিতে ভয় দেখিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর যারা ভোট দিতে যাওয়ার সাহস দেখিয়েছে তাদেরকে হুমকি দিয়ে কিংবা পুলিশ দিয়ে বাধা দেয়া হয়েছে। আর কেন্দ্রের ভেতরে আওয়ামী লীগের দলীয় লোকজন ব্যালট বাক্স ভর্তি করেছে। আমার এক বন্ধু জানিয়েছে, সে যে ভোটকেন্দ্রে গিয়েছিল তার সবগুলো ভোট কাস্ট করা হয়েছে আওয়ামী লীগের পক্ষে।”

২০/০১/২০১৯ ইং তারিখে জাতীয় পত্রিকায় জাতিসংঘের বরাত দিয়ে জাতীয় মিডিয়া আরও বলেছে যে, “৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই সঠিক ছিল না বলে দাবি করেছেন জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের পক্ষে তার মুখপাত্র বলেন, অবশ্যই নির্বাচন পারফেক্ট ছিল না। তাই আমরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অর্থপূর্ণ একটি সংলাপের জন্য উৎসাহিত করি, যাতে যতটা সম্ভব বাংলাদেশের রাজনৈতিক জীবনে ইতিবাচক শৃঙ্খলা আনা যায়।”

২৩/০১/২০১৯ ইং তারিখে জাতীয় পত্রিকান্তরে প্রকাশ যে, “যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রধান মোহাম্মদ আব্দুস সালাম বলেন, নির্বাচনের আগের রাতে আওয়ামী লীগের কর্মীরা ব্যালট বাক্স ভরে রেখেছেন এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেছেন। ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও ভোটারদের কাছ থেকে নির্বাচনের এমন বিবরণ শোনার পর তার কাছে এখন মনে হচ্ছে, নতুন করে নির্বাচন হওয়া দরকার। সুপ্রিমমকোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক এই বিচারপতি ৭৫ বছর বয়সী আব্দুস সালাম বলেন, এখন আমি সবকিছু জানতে পেরেছি এবং বলতে দ্বিধা নেই, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থাটি জানায়, তাদের জরিপ করা সব এলাকাতে নির্বাচনি প্রচারে কেবল ক্ষমতাসীন দলটিই সক্রিয় ছিল। কখনো কখনো স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি সম্পদের সহায়তা নেয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অবন্তোষ প্রকাশ করে জানিয়েছে, প্রয়োজনীয় সময়সীমার মধ্যে ভিসা ইস্যু না করায় ভোট পর্যবেক্ষণের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছে মার্কিন তহবিলের বেশকিছু পর্যবেক্ষক। সংস্থাটির সভাপতি আব্দুল সালাম বলেন, তাদের পর্যবেক্ষকরা মাত্র কয়েকটি নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন। কাজেই এতে নির্বাচন যে অবাধ ও সুষ্ঠু হয়েছে, তা পরিষ্কারভাবে মূল্যায়ন করা যায় না। তিনি বলেন, কয়েকজন প্রিজাইডিং অফিসার তাকে বলেছেন ব্যালট বাক্স ভরতে তাদের বাধ্য করা হয়েছে।”

৩০শে ডিসেম্বর নির্বাচন যদি সুষ্ঠ ও গ্রহণযোগ্য হয় তবে ভবিষ্যত নির্বাচনী পদ্ধতি কি হবে তা যে কতখানী ভোট ও ভোটার বিহীন হবে তা সহজেই আন্দাজ করা যায়। বিষয়গুলি যদি স্বাধীনতার পূর্ব ও পরবর্তী অবস্থায় পর্যালোচনা করি তবে এটাই প্রতিয়মান হয় যে, শাসকগোষ্ঠি বৃটিশ ও পাকিস্তানী জান্তাদের দ্বারা সাধারণ মুক্তিকামী মানুষের উপর শারিরিক ও মানসিক ভাবে যে নির্যাতন করেছে স্বাধীন বাংলাদেশেও এর ব্যতিক্রম ঘটছে না। বৃটিশ থেকে পাকিস্তান স্বাধীন হয় তখন শ্লোগান উঠেছিল “হাতমে বিড়ি, মুখমে পান, লড়কে ল্যাঙ্গে পাকিস্তান।” পাকিস্তানীদের অত্যাচারে এ দেশের মানুষের অবস্থান পরিবর্তন করে বলেছে “লাখো ইনসান ভূখা হায়, ইয়ে আজাদী ঝুটা হায়।” গণমানুষ যখন স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে নাই তখনই পাকিস্তান থেকে মানুষ মূখ ফিরিয়ে নেয়। এক সময় পূর্ব বাংলা তথা পূর্বপাকিস্তানের সকলেই মুসলিম লীগের সাথে সম্পৃক্ত ছিলেন। মুসলিম লীগকে বাদ দিয়ে একসময় মানুষ আওয়ামী মুসলিম লীগে যোগ দেয়, পরে আওয়ামী লীগ ছেড়ে সৃষ্টি বিভিন্ন দল সৃষ্টি হলেও ১৯৭৫ ইং সনের ২৫শে জানুয়ারি আইন করে জাতীয় সংসদে সৃষ্টি হয় “বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ” সংক্ষেপে যা “বাকশাল” নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে বিভিন্ন প্রেক্ষাপটে দলটি দলে উপ-দলে বিভক্ত হলেও বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ নামে পরিচালিত হচ্ছে। রাজনীতি একটি চলমান প্রক্রিয়া, এ প্রক্রিয়া স্থায়ী নহে। জনগণ বিভিন্ন সময়ে যুগে যুগে রাষ্ট্র যন্ত্রের নিকট শোষিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, কিন্তু ক্ষেত্র বিশেষ রাষ্ট্রের চেহারার পরিবর্তন করে রাষ্ট্র যন্ত্র স্বৈরাচারী হিসাবে আবির্ভূত হয়েছে। কিন্তু শেষব্দি জয় হয়েছে জনগণের। জনগণ বিভিন্ন বিষয়ে অনেক বুক ভরা আশা নিয়ে অনেকেই ক্ষমতায় বসিয়েছে, কিন্তু এখন শুরু হয়েছে ভোট বিহীন ক্ষমতা দখল। এ জন্য জবাবদিহিতা থেকে সংশ্লিষ্ট কেহই বাদ যাবে না, এটাই প্রত্যাশা। জোসেফ গোয়েবেল্সের প্রচার হিটলারের পতন ঠেকাতে পারে নাই।

এই নিউজটি শেয়ার করুন...

© All rights reserved © 2018 www.nganjnewsexpress24.com
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution